ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনার বাড়েরায় সমাজ সেবা সংগঠনের উদ্বোধন
Published : Saturday, 13 August, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
“এসো মোরা কাজ করি, মানবতার কল্যাণে" এই শ্লোগান কে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় বাড়েরা উত্তর পাড়া সমাজ সেবা সংগঠনের উদ্বোধন করা হয়।
শুক্রবার (১২ আগস্ট) সকালে বাড়েরায় কেক কাটা ও দোয়া মুনাজাত এর মধ্য দিয়ে সংগঠনটির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন - বাড়েরা ইউপি চেয়ারম্যান মো.আহসান হাবিব ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তৃতা করেন - সমাজ সেবা কর্মকর্তা মো.মোরশেদ আলম। এসময় সংগঠনটির স্থানীয় ও প্রবাসীদের নিয়ে করা দুটি কমিটির নাম ঘোষণা করা হয় । প্রবাসী কমিটিতে মো.রমজান আলী টিটু কে সভাপতি, মো.শরীফুল ইসলাম কে সহ-সভাপতি, মো.আমির হোসেন কে সাধারণ সম্পাদক, মো.জাকির হোসেন কে সাংগঠনিক সম্পাদক, মাসুম বিল্লাল কে অর্থ সম্পাদক, জমির হোসেন সহ- অর্থসম্পাদক, মো.মন্তাজ উদ্দিন কে তথ্য ও গবেষণা সম্পাদক, মোহাম্মদ আলী কে ধর্ম বিষয়ক সম্পাদক করা হয়। অপরদিকে স্থানীয় কমিটিতে মো.দেলোয়ার হোসেন কে সভাপতি, মো.বিল্লাল হোসেন কে সহ-সভাপতি, মো.ইলিয়াছ কে সাধারণ সম্পাদক, মো.রবিউল হাসান সজিব কে সাংগঠনিক সম্পাদক, মো.তুহিন কে সহ-সাধারন সম্পাদক, মো.জালাল কে অর্থ সম্পাদক ও মো.জয়নাল আবেদিন কে প্রচার সম্পাদক করা হয়।
সংগঠনের সভাপতি মো.দেলোয়ার হোসেন বলেন- অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে সব সময় পাশে থাকবে বাড়েরা উত্তর পাড়া সমাজ সেবা সংগঠন। দেশে ও প্রবাসে যারা রয়েছেন সকলকে নিয়ে মিলেমিশে আমরা মানুষের জন্য কাজ করার জন্য সংগঠনটি প্রতিষ্ঠা করেছি।