ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কনফেকশনারি দোকানে মিললো ৭৫ বোতল ফেনসিডিল
Published : Saturday, 13 August, 2022 at 12:00 AM
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাফিজুর রহমান মিল্লাত (৪২) ও মো. আলমগীর (৩৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ৭৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
শুক্রবার (১২ আগস্ট) দুপুর সোয়া ১টায় বসুরহাট উত্তর বাজার মিল্লাত স্টোর থেকে তাদের গ্রেফতার ও ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতার হাফিজুর রহমান মিল্লাত কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের মৃত আবুল হাশেমের ছেলে। আলমগীর ফেনীর দাগনভুঞা উপজেলার সিন্দুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর গ্রামের আলী আহামদের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, র‌্যাব-৭ (সিপিসি-১) ফেনী ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টায় অভিযান চালান। এ সময় মিল্লাত কনফেকশনারি দোকান থেকে ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। পরে র‌্যাবের উপ-সহকারী পরিচালক (ডিএডি) কামরুল ইসলাম বাদী হয়ে মামলা দিয়ে দুজনকে থানায় সোপর্দ করেন।
স্থানীয় সূত্র জানায়, হাফিজুর রহমান মিল্লাত দীর্ঘদিন থেকে কনফেশনারি দোকানের আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। তার বাবা আবুল হাশেমও চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। আলমগীর ফেনসিডিলের পাইকারি বিক্রেতা।