ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
খিচুড়ি বিক্রির আড়ালে গাঁজার কারবার, হাতেনাতে ধরলো পুলিশ
Published : Friday, 12 August, 2022 at 7:59 PM
খিচুড়ি বিক্রির আড়ালে গাঁজার কারবার, হাতেনাতে ধরলো পুলিশরাজধানীতে ভ্যানে ডেগভর্তি খিচুড়ির আড়ালে গাঁজা বিক্রি করে আসছিলেন মো. মিলন ভাণ্ডারী (৩৮)। কিন্তু শেষরক্ষা হলো না। ক্রেতা সেজে তাকে ধরে ফেললো পুলিশ। উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিলন ভাণ্ডারী নামে একজনকে আটক করা হয়েছে। উত্তরা পশ্চিম থানা এলাকায় সে ভ্যানে করে খিচুড়ি বিক্রির আড়ালে গাঁজাও বিক্রি করত।

পুলিশ জানায়, এর আগেও মিলন ভাণ্ডারী গাঁজা বিক্রি করতে গিয়ে গ্রেফতার হয়। কারাগারে যায়। কারাগার থেকে বেরিয়ে এবার সে এই অভিনব পন্থা অবলম্বন করে।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতার মিলন ভাণ্ডারী একজন মাদক বিক্রেতা। তার কাছ থেকে ৯৫ পুরিয়া গাঁজা জব্দ করা হয়। উত্তরা পশ্চিম থানার রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পাশের সড়ক থেকে তাকে আটক করা হয়।

তিনি আরো বলেন, মিলন সেখানে সড়কের পাশে ভ্যানে করে খিচুড়ি বিক্রি করে। এর ফাঁকে নির্দিষ্ট ক্রেতারা এলে তাদের কাছে গাঁজা বিক্রি করে। ক্রেতা সেজে পুলিশ তাকে আটক করে। মিলনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের চারটি মামলা রয়েছে।