ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
একদিনে ১ হাজার ১৮৫টি ফৌজদারি মামলার নিষ্পত্তি
Published : Friday, 12 August, 2022 at 12:00 AM
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চে একদিনে ১ হাজার ১৮৫টি ফৌজদারি মামলার নিষ্পত্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। এদিন হাইকোর্ট বেঞ্চটি নিয়মিত ৮৫টি ফৌজদারি মামলা এবং ২০২০ সাল পর্যন্ত পেন্ডিং প্রায় ১ হাজার ১০০ মামলাসহ মোট ১ হাজার ১৮৫টি মামলা নিষ্পত্তি করেছেন।
এর আগে ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারা অনুসারে ২০২০  সাল পর্যন্ত ঝুলে থাকা পুরাতন ফৌজদারি বিবিধ মামলাগুলো দ্রুত শুনানি এবং নিষ্পত্তির উদ্যোগ নেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর অংশ হিসেবে বিশেষভাবে এসব মামলা নিষ্পত্তি করা হয়।