উইলিয়ামসনদের কাছে উইন্ডিজের হার
Published : Friday, 12 August, 2022 at 12:00 AM
স্বাগতিক ওয়েস্ট
ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে নিউজিল্যান্ড।
জ্যামাইকায় প্রথম ম্যাচে সফরকারীদের কাছে ১৩ রানে হেরে গেছে দুইবারের
বিশ্বচ্যাম্পিয়ন উইন্ডিজ। কিউইদের দেওয়া ১৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে
ক্যারিবীয়রা ২০ ওভারে করতে পেরেছে ১৭২ রান।
সাবিনা পার্কে টসে হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৫ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।
৩৩
বলে ৪৭ রান করেন দীর্ঘদিন পর সীমিত ওভারের ক্রিকেটে ফেরা অধিনায়ক কেন
উইলিয়ামসন। ডেভন কনওয়ে খেলেন ২৯ বলে ৪৩ রানের ইনিংস। শেষ দিকে জিমি নিশামের
১৫ বলে ৩৩ রানের ঝড়ে ১৮৫ রানে পৌঁছায় নিউজিল্যান্ড। উইন্ডিজের ওডিন স্মিথ
তিনটি উইকেট নেন।
রান তাড়া করতে নেমে ৪৯ রানেই ৪ উইকেট হারায় ওয়েস্ট
ইন্ডিজ। এরপর শামার ব্রুকের ৪২, জেসন হোল্ডারের ২৫, রোমারিও শেফার্ডের ৩১ ও
ওডিন স্মিথের ২৭ রানের কল্যাণে ৭ উইকেটে ১৭২ রান তুলতে সমর্থ হয় নিকোলাস
পুরানের দল। কিউই অলরাউন্ডার মিচেল স্যান্টনার ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে
তিন উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।