টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন পোলার্ড
Published : Thursday, 11 August, 2022 at 12:00 AM
ওয়েস্ট
ইন্ডিজের বর্তমান সময়ের ক্রিকেটারদের বলা হয়ে থাকে ‘টি-টোয়েন্টির
ফেরিওয়ালা’। বিশ্বের যেখানেই টি-টোয়েন্টি লিগ হোক না কেন, তাঁদের আধিপত্য
থাকবেই। রেকর্ডের বিচারে ক্যারিবীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন
ক্রিস গেইল ও কাইরন পোলার্ড। মঙ্গলবার রাতে টি-টোয়েন্টিতে আরো একটি রেকর্ড
গড়লেন পোলার্ড।
ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৬০০
ম্যাচ খেলেছেন পোলার্ড। সোমবার লর্ডসে ইংল্যান্ডের একশ বলের ক্রিকেট দ্য
হান্ড্রেডে লন্ডন স্পিরিটের হয়ে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে খেলতে
নেমে এ কীর্তি গড়েন সাবেক ক্যারিবীয় দলপতি। ১০০ বলের খেলা হলেও এটিকে
পরিসংখ্যানে টি-টোয়েন্টি বলেই বিবেচনা করা হয়।
এই ফরম্যাটে ম্যাচ খেলার
রেকর্ডে পোলার্ডের আশপাশে কেউ নেই। তাঁর স্বদেশি ডোয়াইন ব্রাভো রয়েছেন দুই
নম্বরে, খেলেছেন ৫৪৩টি ম্যাচ। এ ছাড়া ৫০০ ম্যাচ খেলতে পারেননি আর কোনো
ক্রিকেটার।
মাইলফলকের দিনে একটি চার ও চারটি ছক্কার সাহায্যে ১১ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন পোলার্ড। তার দল জয় পেয়েছে ৫২ রানে।