ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
Published : Saturday, 6 August, 2022 at 12:00 AM, Update: 06.08.2022 12:51:58 AM
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যুইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে ফাইজান নামে এগারো বছর বয়েসী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ আগষ্ট ) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ নাগাইশ গ্রামে এ ঘটনা ঘটে। ফাইজান কুমিল্লা জেলার মুরাদনগরের মাহবুবুর রহমান হেলালীর ছেলে।
স্বজনদের সূত্রে জানা যায়, ফাইজান তার নানার বাড়ি উপজেলার দক্ষিণ নাগাইশ গ্রামে থেকে পড়াশোনা করতো। ঘটনার দিন বিকেলে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল ফাইজান।ফুটবলটি মাঠের পাশের খালে পড়ে গেলে ফাইজান বলটি উঠাতে গিয়ে পানিতে ডুবে যায়। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।