ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক গ্রেপ্তার ব্রাহ্মণপাড়া
Published : Saturday, 6 August, 2022 at 12:00 AM, Update: 06.08.2022 12:51:31 AM
গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক গ্রেপ্তার ব্রাহ্মণপাড়া ইসমাইল নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ঘরে ঢুকে এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা করেছে ওই গৃহবধু। মামলায় অভিযুক্ত মো. ইমন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার মধ্যরাতে তাকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. ইমন উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর (মিরকিল্লা পাড়া) গ্রামের মো. কামাল উদ্দিনের ছেলে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই মাস যাবত ইমন মিয়া তার প্রতিবেশী এক গৃহবধুকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অশ্লীল কথাবার্তা বলতো ও উত্ত্যক্ত করে আসছে। এছাড়া সে ওই গৃহবধুকে কু-প্রস্তাব দিয়ে বিভিন্ন লোভ লালসা দেখিয়ে আসছিল। পরে গত সোমবার (১ আগষ্ট) রাত সাড়ে ৮টার সময় ওই গৃহবধুর স্বামী বাড়িতে না থাকায় ইমন মিয়া গৃহবধুর ঘরে ঢুকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ভাবে মুখ চেপে ধরে ধর্ষনের চেষ্ট করে। এসময় ওই গৃহবধু ধস্তাধস্তির এক পর্যায়ে নিজেকে উদ্ধার করে ডাক চিৎকার করলে তার ঝা, শ্বাশুড়ী ও প্রতিবেশীরা এগিয়ে আসলে ইমন সেখান থেকে পালিয়ে যায়।
পরে ওই গৃহবধুর স্বামী বাড়িতে আসলে সে তার স্বামীকে বিষয়টি জানায় এবং গত বৃহস্পতিবার (৪আগষ্ট) রাতে ইমন এর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করেন ওই গৃহবধু। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ একই রাতে ইমনকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেন।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার তরুণকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।