বার্ডে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন
Published : Saturday, 6 August, 2022 at 12:00 AM
গতকাল ৫ আগস্ট বার্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। তাঁর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বার্ডের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর পক্ষে বার্ডের মহাপরিচালক মোঃ শাহজাহান বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়া জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, বার্ড জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ এবং প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বার্ডের মহাপরিচালক মোঃ শাহজাহান। প্রধান অতিথির বক্তব্যে বার্ডের মহাপরিচালক বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধে তিনি একজন সক্রিয় সংগঠক ছিলেন। আলোচনা সভায় সভপতিত্ব করেন বার্ড পরিচালক (প্রশাসন)মিলন কান্তি ভট্টাচার্য্য। আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে ছিলেন বার্ড যুগ্মপরিচালক ড. শেখ মাসুদুর রহমান। অনুষ্ঠানসমূহে একাডেমির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, বার্ড মডেল স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং চলমান প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীগণ অংশগ্রহণ করেন।