বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ
Published : Monday, 1 August, 2022 at 12:00 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
সারা দেশে বিদ্যুৎ ও জ্বালানি গ্যাস সহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও বিদ্যুতের অতিরিক্ত লোড শেডিংয়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশে করেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি। রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মুরাদনগর গোমতা বিদ্যালয় মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু।
বিশেষ অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
এসময় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হাসেম, দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সম্পাদক ভিপি মোঃ জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি মোঃ শাহাবুদ্দিন ভূঁইয়া, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আসিফ কবির, দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম হাজারী প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিক্ষোভ সমাবেশে কুমিল্লা উত্তর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিকদল দল সহ সকল অংঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।