ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুবির নবনির্মিত শেখ হাসিনা হল উদ্বোধন
Published : Monday, 1 August, 2022 at 12:00 AM
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত শেখ হাসিনা হল উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩১ জুলাই) বেলা ১১টায় ফলক উন্মোচন ও শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে নবনির্মিত হল উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন । এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির এবং ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, প্রক্টর, আইকিউএসি’র পরিচালক এবং কুবি শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ  শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য  অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আজ কুমিল্লা বিশ^বিদ্যালয়ের জন্য একটি আনন্দের দিন। আমরা আজ নবনির্মিত শেখ হাসিনা হল উদ্বোধন করতে পেরেছি। আমাদের আনন্দ আরো বেশি হতো যদি আমরা আরো কয়েকদিন অপেক্ষা করে হলটি উদ্বোধন করতে পারতাম, কিন্তু শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে নবনির্মিত হলটি উদ্বোধনের ব্যবস্থা নেয়া হয়েছে। বাংলার গণমানুষের নেতা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নামে এই হলটির নামকরণ করা হয়েছে যা আমাদের জন্য আনন্দের এবং গৌরবের। আমাদের স্বপ্ন, এই হলটিকে মডেল হল হিসেবে তৈরি করা। প্রধানমন্ত্রীর উন্নয়ন যেমন থেমে থাকে না তেমনি আমাদের এই হল ও অন্যান্য হলের উন্নয়ন প্রক্রিয়া চলমান থাকবে।
এই প্রকল্পটি বাস্তবায়নে যারা পরিশ্রম করেছেন তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা নিয়মনীতি মেনে হলে অবস্থান করবে এবং সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে। আমি বিশ^াস করি শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ শিক্ষা ও গবেষণার মাধ্যমে নিজেরে উন্নতির প্রচেষ্টা চালাবে। আবাসিক সমস্যা লাঘব করার মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যাচর্চার পরিবেশ তৈরি করেছি, তোমরা এই সুবিধা ব্যবহার করে বিদ্যাচর্চার মাধ্যমে কুমিল্লা বিশ^বিদ্যালয়কে এগিয়ে নিবে এবং বিশ^বিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
সবশেষে শিক্ষার্থীদের কাছে প্রতিকী চাবি হস্তান্তর করে উপস্থিত সবাইকে নিয়ে কেক কেটে নবনির্মিত শেখ হাসিনা হলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্মিত হলের প্রভোস্ট মোঃ সাহেদুর রহমান।
উল্লেখ্য, এটি কুমিল্লা বিশ^বিদ্যালয়ের ৫ম হল (ছাত্রীদের ২য় হল)। তিনটি ছেলেদের এবং দুটি মেয়েদের।