হাইকোর্টের ৫৩টি বেঞ্চ পুনর্গঠন
Published : Monday, 1 August, 2022 at 12:00 AM
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচার কাজ পরিচালনার জন্য ৫৩টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
রবিবার (৩১ জুলাই) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশনাক্রমে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়, ‘আমি নির্দেশ করছি যে, আগামী ১ আগস্ট সোমবার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বেঞ্চগুলো গঠন করা হলো।’
নোটিশে ৫৩টি একক ও দ্বৈত বেঞ্চের নাম বিচারিক এখতিয়ার-সহ উল্লেখ করা হয়। এর মধ্যে ৩৭টি দ্বৈত বেঞ্চ এবং ১৬টি একক বেঞ্চে বিচারকার্য পরিচালিত হবে।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন ১১ অতিরিক্ত বিচারপতি নিয়োগের পর পুনরায় হাইকোর্টের বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি।