কুমিল্লায় গাঁজাসহ গ্রেফতার ২
Published : Monday, 1 August, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মধ্যম ঢুলিপাড়া (বড়বাড়ী) এলাকা হতে ৬৮৬ বোতল ফেন্সিডিল ও ১৯ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার করেছে র্যাব-১১। এছাড়া একটি প্রাইভেটকার ও একটি মোটর সাইকেল জব্দ করেছে।
র্যাব সূত্রে জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৯ জুলাই দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার মধ্যম ঢুলিপাড়া (বড়বাড়ী) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৬৮৬ বোতল ফেন্সিডিল ও ১৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লার কোতয়ালী মডেল থানার বারপাড়া (দক্ষিণ পাড়া) গ্রামের মোঃ আমির হোসেনের ছেলে মোঃ রাসেক আহম্মদ (৪১) এবং কুমিল্লা র সদর দক্ষিণ মডেল থানার বল্লভপুর প্রঃ সামবল্লভপুর গ্রামের মৃত হাজী আব্দুল হাকিমের ছেলে মোঃ আমিনুল ইসলাম প্রঃ আমিন(৭২)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকার ও মোটর সাইকেলে পরিবহন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।