Published : Saturday, 30 July, 2022 at 12:00 AM, Update: 30.07.2022 1:30:57 AM

ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় গত বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানা মূলে আসামি ৬ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
থানাপুলিশ সূত্রে জানা গেছে, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহার নির্দেশে এসআই শফিকুল ইসলাম,এসআই/ওবায়দুর রহমান,এএসআই/আব্দুর রশীদ, এএসআই/দেলোয়ার হোসেন, এএসআই/মামুনুর রশীদ,এএসআই/মামুনুর রশীদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে জিআর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী উপজেলার দক্ষিণ তেঁতাভূমি এলাকার মৃত সোনা মিয়ার ছেলে রবিউল হোসেন প্রকাশ কাইল্লা(৩৭), দর্পনারায়নপুর এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া সরকার(২৫), নাইঘর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে ফজলে রাব্বি(৩১), দুলালপুর এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে মোঃ সোহেল মিয়া(৩২), ষাইটশালা এলাকার মৃত মোঃ জাহের মিয়ার ছেলে মোঃ শিশু মিয়া(৩৫) ও সিদলাই এলাকার আঃ লতিফের ছেলে রুবেল মিয়া(৩০)কে গ্রেফতার করে।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, " আসামীগণকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।