ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে আইসিটি ও প্রোগ্রামিং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
Published : Saturday, 30 July, 2022 at 12:00 AM
কামরুল হক চৌধুরী ||
কুমিল্লার দাউদকান্দিতে আইসিটি ও প্রোগ্রামিং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসন কুমিল্লা'র উদ্যোগে এবং উপজেলা প্রশাসন দাউদকান্দি'র তত্ত্বাবধানে দাউদকান্দি আদর্শ পাইলট হাইস্কুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান এবং প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন আহমেদ।
চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় দক্ষ মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্যে এবং শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসন কুমিল্লা কর্তৃক গৃহীত কার্যক্রম সমূহের অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আজকের এ প্রতিযোগিতায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। জেলা পর্যায়ে বিজয়ী প্রথম ৩ জনকে ১ টি করে ল্যাপটপ পুরস্কার হিসেবে দেয়া হবে।