Published : Friday, 29 July, 2022 at 12:00 AM, Update: 29.07.2022 1:25:26 AM

নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদ এর তরুন চেয়ারম্যান জাহিদ হোসেন এর বিরুদ্ধে কুমিল্লা আদালতে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান জাহিদুল আলম
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২৪ জুলাই রবিবার বিকালে জাফরগঞ্জ বাজারে একজন মাদক বিক্রেতা সিএনজি যোগে মাদক নিয়ে যাবার সময় কিছু মাদক পরে যায়। এ অবস্থা দেখে একজন তাকে আটক করে। এসময় তাদের কাছে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে দেবিদ্বার থানা পুলিশ তাকে উদ্ধার করে। এ সময় তাকে ছুরিকাঘাত অবস্থায় দেখা যায়। পরে জানা যায়, সে নিজের শরীরে নিজেই আঘাত করে।
পরে তারা গতকাল কুমিল্লা আদালতে আমাকে এক নম্বর আসামি করে মামলা দায়ের করে। মূলত গত নির্বাচনে আমার প্রতিপক্ষ পরাজিত হয়ে,আমার কর্মাকান্ডে ইর্শ্বানিত হয়ে,আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হয়রানি করার উদ্দেশ্য সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন এর ইন্দনে মামলা দায়ের করে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী দের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি ও আমার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানাচ্ছি।
এ সময় ইউনিয়ন পরিষদ সদস্য আবুল হোসেন, আমিনুল ইসলাম জমাদার, আব্দুল হালিম মেম্বার সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।