Published : Thursday, 28 July, 2022 at 12:00 AM, Update: 28.07.2022 1:12:59 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম
বাহাউদ্দিন বাহার এমপি বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন বাংলাদেশ একদিন মাথা
উচুঁ করে দাঁড়াবে। জাতিরপিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে
বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। নিজের টাকায় পদ্মাসেতু এর উজ্জ¦ল
প্রমান। যদি করোনা মহামারী আঘাত না আনত তাহলে এসময়ে আমরা আরও এগিয়ে যেতাম।
কর্নফুলি ট্যানেল ও মেট্রোরেল এর মতো মেগা প্রকল্প আমাদের চালু হয়ে যেত।
দেশকে সমৃদ্ধির আসনে নিয়ে যেতে শেখ হাসিনার বিকল্প নেই।
গতকাল বুধবার
(২৭ জুলাই) দিনব্যাপি কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের
রত্নাবতী স্কুল মাঠে আয়োজিত ৪ নং আমড়াতলী ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সকল
পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার এসব
কথা বলেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তা সহ দলীয়
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার আগে হাজী বাহার এমপি বেশ কয়েকটি
উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন।
বুধবার সকাল ১১ টায় কুমিল্লা সদর
উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো.আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে আয়োজিত
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন।
অনুষ্ঠান পরিচালনা করেন আমড়াতলী ইউপি চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক।
এ
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল
বাশার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস
চেয়ারম্যান এড. হোসনেয়ারা বেগম বকুল, দূর্গাপুর উত্তর ইউপি চেয়ারম্যান আবুল
কালাম আজাদ, পাঁচথুবী ইউপি চেয়ারম্যান হাছান রাফি রাজু, মহানগর
স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস,উপজেলা আওয়ামী
লীগের যুগ্ম সাধারন সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাভেলসহ অন্যান্যরা।