প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন উপলক্ষে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে খাবার ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করেছে ছাত্রলীগ।
বুধবার (২৭জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মধুর ক্যান্টিনে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এ কার্যক্রম পরিচালনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাবি বিভিন্ন হল শাখা ছাত্রলীগ, ইডেন কলেজ ছাত্রলীগ, বদরুন্নেসা কলেজ ছাত্রলীগসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।