ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সকল ইউনিট কমিটি বিলুপ্ত
Published : Wednesday, 27 July, 2022 at 12:00 AM, Update: 27.07.2022 1:56:12 AM
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সকল ইউনিট কমিটি বিলুপ্তএবিএম আতিকুর রহমান বাশার ||
কুমিল্লা উত্তর জেলার আওতাধীন সকল উপজেলা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা কমিটি। মঙ্গলবার বিকালে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহবায়ক মো. আসিফ কবির ও সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম’র স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতায়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদলের মেয়াদ উত্তীর্ণ কমিটি পুর্নগঠনের লক্ষ্যে চলমান কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ জাতায়তাবাদী ছাত্রদল কেন্দ্রেীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লা উত্তর জেলার আওতাধীন সকল উপজেলা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এছাড়াও আগামী ১৫ দিনের মধ্যে সকল উপজেলা, পৌরসভা ও কলেজ শাখায় নেতৃত্ব প্রত্যাশীদের নিকট হতে জীবন বৃত্তান্ত আহবান করেছে জেলা কমিটি।
এ ব্যাপারে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। এরই আলোকে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলকে সুশৃঙ্খল, সুসংগঠিত ও গতিশীল করে গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় সকল মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে সকল উপজেলা, পৌরসভা ও কলেজ শাখায় নেতৃত্ব প্রত্যাশীদের নিকট হতে জীবন বৃত্তান্ত আহবান করা হয়।