ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্টের অভিযান
Published : Wednesday, 27 July, 2022 at 12:00 AM, Update: 27.07.2022 1:55:35 AM
কুমিল্লায় মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্টের অভিযানবশিরুল ইসলাম:
কুমিল্লায় মৎস্য আইন বাস্তবায়নের লক্ষ্যে পাইকারী ও খুচরা দোকানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল দুপুরে  কুমিল্লা শহরের চকবাজারের বিভিন্ন পাইকারী ও খুচরা দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।জেলা মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিনের সার্বিক সমন্বয়ে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা প্রিতা মোবাইল কোর্টের নেতৃত্ব দেন। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা প্রিতা জানান, অভিযান পরিচালনাকালে কোন  দোকানে নিষিদ্ধ কারেন্টজাল পাওয়া যায়নি । জেলা মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিন জানান, কুমিল্লা তথা সারা দেশে মৎস্য সেক্টরে অনেক উন্নয়ন হয়েছে। আমরা এখন দেশের চাহিদা পূরণ করে বিদেশে মাছ রপ্তানি করছি। রপ্তানির পরিমান আগের চেয়ে অনেকগুন বেড়েছে। তাই দেশে প্রচলিত মৎস্য আইন অনুযায়ী কোন প্রকার কারেন্টজাল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কারেন্টজাল কোন পাইকারী বা খুচরা বিক্রেতা বিক্রি করছি কিনা তা দেখার জন্য এবং খুজে বের করার জন্য আমাদের এ অভিযান। অভিযানের সময় কুমিল্লা জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ও সাধারণ মানুষের উপস্থিতিতে কোন প্রকার কারেন্টজাল পাওয়া যায়নি। ফলে কোন ব্যবসায়ীকে জরিমানা করা হয়নি। যদি পাইকারী ও খুচরা কোন ব্যবসায়ী নিষিদ্ধ কোন কারেন্ট জাল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত হয় তাহলে আমরা তথ্য প্রমাণসহ তাকে আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করবো।