ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শিক্ষকরা এগিয়ে আসতে হবে
Published : Friday, 22 July, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি বলেছেন, বর্তমান বিশে^র সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে চলছে। আর এর মূলে রয়েছে আধুনিক শিক্ষা। বাংলাদেশে যত শিক্ষার হার বাড়ছে, ততই দেশ উন্নত হচ্ছে। শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য কর্মকুশুলীদের পাশাপাশি শিক্ষক সমাজই এগিয়ে আসছে। ফলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ পেশাদারিত্বে নিয়োজিত শিক্ষকরাই এগিয়ে আসতে হবে।
আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর পুরস্কার ও শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর উপর লেখা বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।
বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের  অধ্যক্ষ সাদেকুল ইসলাম, উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা তাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের ও ভিপি জাকির হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার কোহিনুর আক্তার। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কুড়াখাল কুরুন্ডি দাখিল মাদরাসার সুপার মাওলানা আনম জসিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি আরো বলেন, আজকে তোমরা যারা শিক্ষার্থী, আগামীতে দেশের ভবিষ্যত। শুধু শিক্ষিত হলেই হবে না, বিশে^র সাথে সমান তালে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। আধুনিক শিক্ষার পাশাপাশি তোমরা কারিগরি শিক্ষায়ও এগিয়ে যেতে হবে। সরকার শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নতি করেছে। এখন শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে।