বাসেড-এর ঈদ পুনর্মিলনী ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্তদের সংবর্ধনা
Published : Friday, 15 July, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
গত ১২ জুলাই ব্রাহ্মণপাড়া উপজেলা অডিটোরিয়ামে ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশন অব ঢাকা (বাসেড) এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশন অব ঢাকা (বাসেড) এর সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক, কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. আবুল হাসেম খান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম. এ. জাহের। আরো উপস্থিত ছিলেন প্রয়াত এড. আব্দুল মতিন খসরু এমপির সহধর্মিণী সেলিমা সোবহান খসরু, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী, মুসপানা গ্রুপের সিইও আতাউর রহমান রোজেল, বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসীম, জাতীয় হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক ডা. এম জি আজম, ঢাকা গ্রীন লাইফ হাসপাতালের পরিচালক ড. জামানুল ইসলাম ভূইয়া, (বাসেড) এর প্রতিষ্ঠাতা ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ আপ্পেলা রাজু নাহা, শিদলাই আমীর হোসেন জোবেদা কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি মতিন এমবিএ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মেডিকেল অফিসার হাবীবুল্লাহ মিঠু, সহকারী এটর্নি জেনারেল এডভোকেট শামীম খান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট আতিকুর রহমান খানসহ প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চাললায় ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি ও দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার সম্মানিত লেকচারার হানিফ সিরাজী এবং সংগঠনটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান।