লাকসামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু 
			
			
						
				
				Published : Thursday, 30 June, 2022 at 12:00 AM
				
				
			 
			
			নিজস্ব
 প্রতিবেদক: কুমিল্লার লাকসামে কাপড় শুকাতে গিয়ে  বিদ্যুৎস্পৃষ্টে 
স্বামী-স্ত্রী’র মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জুন) বিকেলে উপজেলার লাকসাম 
পূর্ব ইউনিয়নের সাহেবপাড়া গ্রামে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাহেব পাড়া 
গ্রামের আব্দুল খালেকের ছেলে কামাল উদ্দিন (৫০) ও তার স্ত্রী রিনা আক্তার 
(৩৫)। তাদের এক মেয়ে ও দুই ছেলে রয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত 
করে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, খবর পেয়ে
 ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।
নিহত কামাল
 উদ্দিনের চাচা স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, কামাল উদ্দিন দুপুরে
 গোসল করে এসে ঘরের সামনে টানানো জি আই তারে কাপড় শুকাতে যান। কিন্তু ওই 
তারটি আগে থেকেই বিদ্যুৎস্পৃষ্ট থাকায় তিনিও স্পৃষ্ট হন। তাকে 
বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দেখে বাঁচাতে যান স্ত্রীর রিনা। পরে তিনিও 
বিদ্যুৎস্পৃষ্ট হন। সেখান থেকে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে লাকসাম 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা 
করেন।