Published : Tuesday, 28 June, 2022 at 12:00 AM, Update: 28.06.2022 1:52:13 AM

মো. মিজানুর রহমান ||
কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং চট্ট-২০২৬) নির্বাচন গত রবিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ আলী (দোয়াত কলম) প্রতীক পেয়েছেন ৯৫০ ভোট, সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব মো. কামাল হোসেন খন্দকার (আনারস) প্রতীক পেয়েছেন ১ হাজার ৮ ভোট ও সাংগঠনিক সম্পাদক পদে আল আমিন (মোমবাতি) প্রতীক পেয়েছেন ৫৯৯ ভোট।
অন্যান্যপদে নির্বাচিতরা হলেন-কার্যকরী সভাপতি পদে মো. আজাদ হোসেন (সিলিং ফ্যান), সহ-সভাপতি পদে নাজমুল ইসলাম শামীম (উড়োজাহাজ), মো. রফিকুল ইসলাম (মোবাইল), মো. ফিরোজ মিয়া (হকিষ্টিক), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম (দেয়াল ঘড়ি), সহ-সাধারণ সম্পাদক পদে মো. হানিফ মিয়া (বটগাছ), মো. বাহার উদ্দিন (ট্রাক), মো. আনোয়ার হোসেন (বেবিটেক্সি), সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. শরীফ হোসেন সরকার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দপ্তর সম্পাদক পদে মো. আসলাম মিয়া (কাঁচি), সহ-দপ্তর সম্পাদক পদে মো. ফারুক আহাম্মদ সুমন (চশমা), প্রচার সম্পাদক পদে মো. বিপ্লব (টিফিন ক্যারিয়ার), সহ-প্রচার সম্পাদক পদে মো. নাছির উদ্দিন (ষ্টিমার), আইন বিষয়ক সম্পাদক পদে মো. ফেরদৌস আহাম্মদ (টেলিভিশন), কোষাধ্যক্ষ পদে মো. জসীম উদ্দিন (চাকা), সহ-কোষাধ্যক্ষ পদে মো. নাজমুল মাশরেক (চাঁদ), লাইন সম্পাদক পদে মো. মফিজ মিয়া (টিয়া পাখি), মো. জাকির হোসেন (ঘোড়া), সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. জুয়েল (ফুটবল), কার্যকরি সদস্য পদে মো. সফিক (মিনার), মো. বাবুল মিয়া (লাঠিম), মো. লিটন (পাঞ্জাবি), মো. আবুল হাশেম বিচ্ছি (বেলুন), মো. ওহাব মিয়া (ঢালি), মো. আবদুল খালেক (ডালিম), মো. আবুল হোসেন (পানির বোতল), মো. ফুল মিয়া (কুড়াল) নির্বাচিত হয়েছেন।
কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন কমিশন (উপ-পরিষদে) প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. আমানত হোসেন সবুজ, নির্বাচন কমিশনার মো. জাহাঙ্গির আলম ও মো. ফেরদৌস মিয়া। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ আজিম খান। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মৃদুলাল পাল। উল্লেখ্য, কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৫ হাজার ১১২ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ১ হাজার ৯২৩ জন। আর ভোট কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ১৮৯ জন ভোটার।