উত্তর জেলা কৃষকলীগের বর্ধিত সভায় উপজেলা সম্মেলনের তারিখ ঘোষণা
Published : Tuesday, 28 June, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
বাংলাদেশ কৃষকলীগ কুমিল্লা উত্তর জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির এক বর্ধিত সভা সোমবার দুপুরে চান্দিনা পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক পার্থ সারথী দত্তের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি মোস্তফা কামাল চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, মানব সম্পদ বিষয়ক সম্পাদক আফাজ উদ্দিন। সভায় পূর্বের রেজুলেশন পাঠ করেন, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক সেলিম ভূইয়া।
সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা কৃষক লীগের সভাপতি হাজী শাহ আলম, চান্দিনা উপজেলা সভাপতি শাহ সেলিম প্রধান, দেবিদ্বার উপজেলা আহবায়ক রাকিবুল ইসলাম, হোমনা উপজেলা আহবায়ক মনিরুল ইসলাম, তিতাস উপজেলা আহবায়ক শাহআলম সরকার, মেঘনা উপজেলা আহবায়ক সেলিম, সদস্য সচিব সফিকুল ইসলাম, মুরাদনগর উপজেলা যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান বাকি এবং জেলা প্রস্তুতি কমিটির সদস্য শাহেদুল আলম শাহেদ।
সভায় কৃষকলীগের বিভিন্ন উপজেলাকে ঘিরে সম্মেলনের দিন-তারিখ ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী ৮ জুলাই মুরাদনগর উপজেলা ও বাঙ্গরা থানা, ২২ জুলাই চান্দিনা উপজেলা, ২৭ জুলাই হোমনা ও তিতাস উপজেলা, ২৯ জুলাই দেবিদ্বার উপজেলা, ৩০ জুলাই মেঘনা উপজেলায় কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।