ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে মাদক সেবনের অপরাধে দুই যুবকের কারাদণ্ড
Published : Tuesday, 28 June, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশনে রাতে মাদক সেবনকালে ফেন্সিডিলসহ হাতেনাতে দুই যুবককে আটক করে কারাগারে প্রেরণ করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার( ভূমি) সামিউল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান,(২৬ জুন ২০২২) রবিবার রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের নির্দেশনায় সহকারী কমিশনার(ভূমি) সামিউল ইসলামের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও শংকুচাইল বিওপি বিজিবি'র সহযোগীতা রাজাপুর রাজাপুর রেলস্টেশনে অভিযান পরিচালানা করে। এসময় রেলস্টেশনের পাশে মাদকদ্রব্য ফেন্সিডিল সেবনকালে মোঃ হান্নান ও আনোয়ার আজিম নামে দুই যুবককে হাতেনাতে আটক করে। আটককৃত দুই যুবককে মাদকদ্রব্য সেবনের অপরাধে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।