| শিরোনাম: |
সিলেট
জেলার অসহায় মানুষের জন্য কুমিল্লা দোকান মালিক সমিতি গঠন করেছে ’সহায়তা
ফান্ড”। ষ্টেশনরোড ব্যবসায়ী মালিক সমিতি (উঃ)এর সাধারণ সম্পাদক মোঃ কামাল
কাসেম ভুইয়ার নেতৃত্বে সহায়তা ফান্ডে নগদ ১,০৫,০০০/- টাকা প্রদান করেন।
কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন সমিতির পক্ষে
সহায়তা ফান্ডের টাকা গ্রহণ করেন। এসময় কুমিল্লা দোকান মালিক সমিতির ফয়েজ
আহমেদ, শাহদাত খান সুমন, মোস্তাফিজুর রহমান বিপু ছাড়াও ষ্টেশন রোড ব্যবসায়ী
মালিক সমিতির উপদেষ্টা সামছুল আলম বাবুল, সহ.সাধারণ সম্পাদক মোঃ জহিরুল
ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, কোষাধক্ষ্য শ্রী বাবুল ভট্টাচার্য্য
উপস্থিত ছিলেন।