দেবিদ্বারে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
Published : Monday, 27 June, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল বলেন, দল করলে সবাইকে দলীয় শৃঙ্খলা মানতে হবে। মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্য গড়তে কাজ করেন, নিজের ভাগ্য গড়তে নয়। তাই আর কোন কথা নয় কথা হবে একটাই সেটা হবে ‘নৌকা’। নৌকা পক্ষে কোন আপস নয়, দেশের উন্নয়ন হয়, জনগণের কল্যাণ করতে হলে নৌকা ছাড়া কোন কথা নেই। আগামী নির্বাচনে নৌকা পক্ষে কাজ করতে প্রতিটি নেতা কর্মী এখন থেকে প্রস্তুতি নিন। নৌকাকে যেভাবেই হোক বিজয়ী করতে হবে। তিনি আরও বলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনেক পরিশ্রমী একজন নেতা, তিনি একদিন এর মূল্যায়ন পাবেন। গতকাল রোববার বিকালে পদ্মকোট বাজার মাঠে উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এর আগে দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান মাস্টার।
গুনাইঘর দক্ষিণ ইউপি চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং মাহবুবুর রহমান মুন্সীর পরিচালনায় ওই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রোশন আলী মাস্টার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহ-সভাপতি আব্দুল মতিন মুন্সী, শেখ আব্দুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাজেদা আক্তার মায়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক এড. আয়েশা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহের হোসেন মোল্লা, কুমিল্লা উত্তর জেলা মহিলা আ'লীগের সভানেত্রী শিরিন সুলতানা। আরো বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি হাজী আবুল কাশেম ওমানী, সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, সাধারণ সম্পদক মো. সাদ্দাম হোসেন, পৌর আওয়ালীগের সদস্য মোসলেহ উদ্দিন মানিক, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাইফুল ইসলাম শামীম ও সদ্য বিদায়ী উপজেলা ছাত্র লীগের সভাপতি ইকবাল হোসেন রুবেল প্রমুখ।