ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
Published : Monday, 27 June, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
"মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি" এই প্রতিপাদ্য নিয়ে ব্রাহ্মণপাড়ায় বিশ্ব মাদকবিরোধী দিবস পালিত হয়েছে। প্রতি বছর ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী বিশ্বে দিবসটি পালন করা হয়।
গতকাল রবিবার বেলা ১১ টায় উপজেলা প্রসাশনের আয়োজনে দিবসটি উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু করে ব্রাহ্মণপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সী, উপজেলা পরিষদ মডেল স্কুলের অধ্যক্ষ মোঃ নাছির উদ্দিনসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।