চ্যাম্পিয়ন আতিক ও রানার্স আপ বাবু----------

নিজস্ব
প্রতিবেদক: বহু কাঙ্খিত পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কুমিল্লা ক্লাবে
অনুষ্ঠিত “পদ্মা সেতু সিক্স রেড স্নুকার টুর্নামেন্ট” অনুষ্ঠিত হয়। ২৫ জুন
শনিবার রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হন মোঃ আতিকুল ইসলাম এবং
রানার্স আপ হন কুমিল্লা ক্লাবের ক্রীড়া সম্পাদক মাহাবুব আলম বাবু। বিজয়ীদের
মাঝে প্রাইজমানী প্রদান করেন কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক প্রকৌশলী
মোঃ আবুল বাশার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মহিবুস
সামাদ মহি। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সিনিয় সদস্য কৃতি বিলিয়ার্ড
খেলোয়াড় ডাঃ মোঃ লিয়াকত আলী খান এবং টুর্নামেন্টের স্পন্সর ফরিদ গ্রুপের
পরিচালক ও কুমিল্লা ক্লাবের সদস্য জহিরুল হক জেন্টু। অনুষ্ঠান পরিচালনা
করেন ক্লাবের ক্রীড়া সম্পাদক মাহাবুব আলম বাবু। টুর্নামেন্টে ক্লাবের
নিয়মিত মোট ০৯জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। খেলোয়াড়রা হচ্ছেন- এডভোকেট মোঃ
আতিকুর রহমান আব্বাসী, আলী হায়দার খান কাবুল, আবেহায়াত মোঃ কাউছার খান, মোঃ
আতিকুল ইসলাম, মোঃ তারেক ওবাইদুল্লাহ, মাহাবুব আলম বাবু, ফয়সাল বারী
মজুমদার মুকুল, ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম ও জহিরুল হক জেন্টু।