Published : Thursday, 16 June, 2022 at 12:00 AM, Update: 16.06.2022 2:11:26 AM

কুমিল্লা
সিটি নির্বাচনে মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী
আরফানুল হক রিফাত বলেছেন, কুমিল্লাবাসীকে দেওয়া কথা আমি রাখবো। আমি
কুমিল্লার মানুষকে কথা দিয়েছি। কথা রাখবো।
কুমিল্লাবাসীর প্রতি কৃতজ্ঞতা
জানিয়ে আরফানুল হক রিফাত বলেন, নগরীর যানজট ও জলাবদ্ধতা সমস্যা সমাধানের
জন্য আপনাদের কাছে এক বছর সময় চাইলাম। ইনশাল্লাহ্ একবছরের মধ্যে আপনারা এই
দুর্ভোগ থেকে মুক্তি পাবেন।
তিনি বলেন, সিটি কর্পোরেশনকে আমি দলীয়
কার্যালয় বানাবো না। নগর ভবনের দরজা সবার জন্য সবসময় খোলা থাকবে। আমার
বাসার দরজাও খোলা থাকবে।
বুধবার (১৫ জুন) রাতে ফল ঘোষণার পর জয়ের পর
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন,সিটি কর্পোরেশনে গত ১০ বছরের দুর্নীতির
শ্বেতপত্র প্রকাশ করব। এটা আমার প্রথম দায়িত্ব। কুমিল্লার মানুষকে আমি কথা
দিয়েছি।’
এর আগে, রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী।
নির্বাচনে
৩৪৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আরফানুল হক রিফাত। তিনি পেয়েছেন ৫০ হাজার
৩১০ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হক সাককু পেয়েছেন
৪৯ হাজার ৯৬৭ ভোট।
কুমিল্লা সিটি কর্পোরেশনের ১০৫ কেন্দ্রের ৬৪০ কক্ষে
ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কাউন্সিলর পদে ১০৮ জন ও সংরক্ষিত নারী
কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী অংশ নেন।