Published : Thursday, 16 June, 2022 at 12:00 AM, Update: 16.06.2022 2:10:24 AM

এবিএম আতিকুর রহমান বাশার //
বুধবার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে দেবীদ্বার উপজেলার ১২ নং ভাণী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগে বিদ্রোহী প্রার্থী হাজী জালাল উদ্দীন ভূইয়া (মোটর সাইকেল প্রতীক) বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী হলেন তাহমিনা আক্তার মুকুল (নৌকা প্রতীক)।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাজী জালাল উদ্দীন ভূইয়া মোটর সাইকেল প্রতীকে ৪৩৭১ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীকের মোঃ হানিফ খান পেয়েছেন ৩৩০৭ ভোট। নৌকা প্রতীকের তাহমিনা আক্তার মুকুল পেয়েছেন ২৯৯৩ ভোট। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ ১১জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারী (সোমবার) সপ্তম ধাপে ভানী ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী নুরুজ্জামান ভূঁইয়া মুকুল নির্বাচনের পূর্ব রাতে (৬ ফেব্রুয়ারী) রাত ১০টার দিকে হৃদক্রিয়া যন্ত্র বন্ধ হয়ে মারা যান। এ কারণে ওই ইউপিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যসহ সব পদে ভোট গ্রহণ স্থগিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা আজহারুল ইসলাম। নুরুজ্জামান ভূঁইয়া মুকুল ভানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুর পর স্থগিত নির্বাচনের পুনঃতফসিল ঘোষণার পর ভাণী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের নৌকা প্রতীক বরাদ্ধ পান তার স্ত্রী তাহমিনা আক্তার মুকুল। ঘোড়া প্রতীক হানিয় খান ৩৬৮২।