ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যাওয়ার্ড পেলো সুপার স্টার
Published : Tuesday, 31 May, 2022 at 12:10 PM
ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যাওয়ার্ড পেলো সুপার স্টারজাতীয় পর্যায়ে উৎপাদনশীলতা বাড়ানো এবং মানসম্পন্ন পণ্য তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মাইক্রো শিল্প ক্যাটাগরিতে ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০’ পেয়েছে সুপার স্টার ইলেকট্রনিকস লিমিটেড।

রোববার (২৯ মে) বিকেল ৩টার দিকে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে এ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। সুপার স্টার ইলেকট্রনিকসের পক্ষে পুরস্কারটি নেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ।

অনুষ্ঠানে ৫ ক্যাটাগরিতে ২৬ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। আর আর ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড-২০২০ পায় ঢাকা উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি।

আধুনিক ইলেক্ট্রিক্যাল পণ্যসামগ্রী প্রস্তুত, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গুণগত মানসম্পন্ন পণ্য বিপণনের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন সচেষ্ট রেখে দেশের শিল্প বিকাশে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সুপার স্টার ইলেকট্রনিক্স লিমিটেডকে এ পুরস্কার দেওয়া হয়।