আউশ ধানের চারা রোপণে ব্যস্ত ব্রাহ্মণপাড়ার কৃষকরা
Published : Tuesday, 31 May, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
বোরোধান ঘরে তোলার পর পরই ব্রাহ্মণপাড়ার কৃষকরা এখন আউশ ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে উপজেলার প্রায় অধিকাংশ জমিতে আউশের চারা রোপণ সম্পন্ন হয়েছে।আর কিছুদিনের মধ্যেই বাকি জমিগুলোতেও আউশের চারা রোপণ সম্পন্ন হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা।
ব্রাহ্মণপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানা যায়, উপজেলায় চলতি মৌসুমে ৪ হাজার ৮শত ৪৫ হেক্টর জমিতে আউশধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন উপজেলা কৃষি অফিস।এর মধ্যে উচ্চফলনশীল জাতের ধানসহ বিভিন্ন জাতের ধান রয়েছে।
কৃষক আমির হোসেন জানান, আউশধান চাষে কৃষকের খরচ কম। এ বছর আবহাওয়া অনুকূলে রয়েছে। ফসল ঘরে তোলা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এবছর ফলন ভালো হবে।"
এব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান বলেন, " আউশধান চাষে কৃষকের ব্যয় অন্য ধান চাষের তুলনায় অনেক কম। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর লক্ষ্যমাত্রার চেয়েও অনেক বেশি ফলন পাওয়া যাবে। আমরা সার্বক্ষণিক কৃষকদের সাথে যোগাযোগ রাখছি এবং বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা দিয়ে কৃষকদের পাশে রয়েছি।"