ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেশীয় সাহিত্য একদিন ইউরোপে পরিচিতি পাবে: ড. জাফর ইকবাল
Published : Tuesday, 31 May, 2022 at 12:00 AM
সাঈদ হাসান, কুবি ||
একদিন আমাদের দেশের সাহিত্য ইউরোপে পরিচিতি পাবে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল।
সোমবার (৩০ মে) কলা ও মানবিক অনুষদের উদ্যোগে 'সমকালীন সাহিত্য প্রসঙ্গ' সেমিনারের তিনি এ মন্তব্য করেন। সেমিনারের কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলার সভাপতিত্ব করেন।
মুহম্মদ জাফর ইকবাল বলেন, আমাদের দেশের দুর্নীতি, ক্রাইম নিয়ে আমরা সাহিত্যে লিখছি। যার ফলে দেশের খারাপ বিষয়টি পরিচিতি পাচ্ছে। আমি দেখার অপেক্ষা করছি আমাদের দেশের সত্যিকারের সাহিত্য, সুন্দর সাহিত্য, ভালো সাহিত্যগুলো পৃথিবীতে, ইউরোপে আমাদেরকে সমৃদ্ধ হিসেবে পরিচিত করবে। এখানে আমাদের যে কোনো দোষ নেই, তা নয়। আমরা যে লিখি তার পরিধি ছোট। এই ছোট পরিধিতে প্রচুর রোমান্স, দারিদ্র ও কষ্টগুলো উঠে আসে। এছাড়া পৃথিবীতে মানুষের যে নানা ধরনের অভিজ্ঞতা আছে, সেগুলো আসে না।
মুক্তিযুদ্ধের উপর ভালো মানের লেখা বই নেই বলে দুঃখ প্রকাশ করে এ সাহিত্যিক বলে, আমার দুঃখ হয় যে মুক্তিযুদ্ধের উপর সেরকম কোনো লেখা হয় নাই। মুক্তিযুদ্ধ এদেশের সকল অংশকে স্পর্শ করেছে। যা নিয়ে এদেশের মানুষের কোনো না কোনো স্মৃতি আছে। মুক্তিযুদ্ধ নিয়ে যদি বড় একটি মহাকাব্য লেখা না হয় তা হলে আফসোস থেকে যাবে।
এর আগে, সকাল ১০টায় সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।