ওমানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি আওতায় আসবেন কর্মীরাও
Published : Tuesday, 31 May, 2022 at 12:00 AM
ওমানের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি হয়েছে। এ চুক্তির আওতায় কূটনীতিক, সরকারি কর্মকর্তাদের সঙ্গে কর্মীদেরও দু- দেশ ভ্রমণের ক্ষেত্রে ভিসার প্রয়োজন হবে না।
সোমবার (৩০ মে) বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনীতিক, অফিসিয়াল, বিশেষ বা সার্ভিস পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ অনুমোদনের কথা জানান।
তিনি বলেন, ওমানের সঙ্গে একটা চুক্তি সই হয়েছে, এখন থেকে যেন ওমানে আমরা বিনা ভিসায় যেতে পারি সেজন্য এই চুক্তি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইমার্জেন্সির কারণে প্রধানমন্ত্রীর কাছ থেকে ওনারা জরুরি ভিত্তিতে একটা অ্যাপ্রুভাল নিয়ে চুক্তিটা সই করে ফেলেছিল, কিন্তু যেহেতু আন্তর্জাতিক চুক্তি ক্যাবিনেটে আসতে হয়। সেজন্য ক্যাবিনেট আজকে সেটা অনুমোদন দিয়েছে।
তিনি বলেন, কূটনীতিক, অফিসিয়াল, স্পেশাল বা সার্ভিস পাসপোর্টধারীদের...এটা আমাদের যেসব লোকেরা ওখানে কাজ করতে যাবেন তাদের, ...ওখানে বেড়ানোর জন্য না। যারা ওয়ার্কার তাদের (ভিসা) লাগবে না।