বরুড়ায় বিভিন্ন অনিয়মের দায়ে ৫ দোকানিকে জরিমানা
Published : Tuesday, 31 May, 2022 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
কুমিল্লার বরুড়া উপজেলা পৌর সদর বাজারে বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। এসময় ৫ টি দোকানে বিভিন্ন অনিয়মের কারণে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়। নজরুল ট্রেডার্স ২০ হাজার, দারুস সালাম ৮ হাজার, রাধুনি হোটেল ৫ হাজার, দেলোয়ার স্টোর ৫ হাজার ডাঃ জাকির হোসেনের দোকানে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা না থাকা, ঔষধের গায়ে মূল্য বৃদ্ধি লেখা, হোটেলে পচা মুরগী গ্রিল রাখা, অপরিস্কার ও রড সিমেন্ট দোকানে কাস্টমারের সাথে প্রতারণা করার দায়ে এই জরিমানা করা হয়। এ সময় বরুড়া বাজারের অনেক দোকান পাট বন্ধ হয়ে যায়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী পরিচালক মোঃ আসাদুল ইসলাম, জেলা সেনেটারী ইন্সপেক্টর এ কে আজাদ প্রমুখ।