ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ছেলে-মেয়েদের সুশিক্ষায় পিতার চেয়ে মায়ের ভূমিকাই প্রধান--এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন
Published : Tuesday, 31 May, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি বলেছেন, বর্তমান বিশ্বে শিক্ষা ছাড়া মানুষের কোন মুক্তি নেই। যেমন তেমন শিক্ষা নয়, ছেলে-মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি আরো বলেন, সন্তান তখনই শিক্ষিত হয়, যখন মায়ের ভূমিকা ৯০ শতাংশ প্রতিষ্ঠিত হয়। ছেলে-মেয়েদের সুশিক্ষায় পিতার চেয়ে মায়ের ভূমিকাই প্রধান। তিনি ধর্মীয় ও কারিগরী শিক্ষার উপর গুরত্বারোপ করেন।
এমপি আলহাজ¦ ইউসুফ আবদুল্লাহ হারুন সোমবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠিত মা সমাবেশে বক্তব্য রাখেন থানার ওসি আবুল হাসিম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর শহিদুল আমিন ভূইঁয়া, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, ভিপি জাকির হোসেন চেয়ারম্যান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা তাজুল ইসলাম, গকুলনগর স্কুল কমিটির সভাপতি মাশুকুল ইসলাম, রহিমপুর স্কুলের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, আভিভাবক মা তানজিনা আক্তার, বিউটি বেগম, তাছলিমা আক্তার, নাছিমা আক্তার রোকেয়া বেগম, নুরজাহান আক্তার।
মা সমাবেশে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, উপজেলা শিক্ষক সমিতির আহবায়ক বশিরুল ইসলাম মোল্লা ও উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবু কাউছার ভুইয়া প্রমুখ। উক্ত সমাবেশে করোনা পরবর্তী সময়ে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের শিখন ও শিখানো কার্যক্রম নিয়ে ব্যাপক আলোকপাত করা হয়। এতে বিভিন্ন বিদ্যালয় কমিটির সভাপতি, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ কমিটির সদস্যরা অংশ নেয়।