ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবীদ্বারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত
Published : Tuesday, 31 May, 2022 at 12:00 AM
এবিএম আতিকুর রহমান বাশার ঃ
দেবীদ্বারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধা, ভালোবাসায় নানা আয়োজনে পালন করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর দেবীদ্বার পৌর এলাকার ইকরানগরীর নিজ বাগানবাড়িতে মিলাদ, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করেন।
বিএনপি উপজেলা সহ-সভাপতি মোঃ সোদন ডিলারের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, কুমিল্লা (উঃ) জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, কুমিল্লা (উঃ) জেলা বিএনপির কোষাধ্যক্ষ আজহারুল ইসলাম মেম্বার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ শফিউল আলম, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম সরকার, আউয়াল ভূঁইয়া, আতিকুর রহমান হিরন, ফরিদ উদ্দিন, কবির আহমেদ, রুহুল আমিন, আঃ মালেক মাষ্টার, আব্দুল লতিফ মোল্লা, আব্দুর রৌফ, জিয়াউর রহমান, মোঃ জসীম উদ্দিন, মহসীন সরকার, মোহাম্মদ আলী, বিল্লাল হোসেন বিল্লু, বাছির আহমেদ, জহীরুল ইসলাম, আঃ রহিম, জাকির হোসেন, মোঃ মোস্তফা, ডালিম মিয়া প্রমুখ।