ব্যাটিংয়ের বেসিক হারিয়ে ফেলেছেন মুমিনুল!
Published : Tuesday, 31 May, 2022 at 12:00 AM
বাংলাদেশ
টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। সর্বশেষ গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের
বিপক্ষে প্রথম ইনিংসে ৮৮ রান করেছিলেন তিনি। এরপর টানা ১১ ইনিংসে বাংলাদেশ
দলের অধিনায়কের সর্বোচ্চ রান ৩৭, দ্বিতীয় সর্বোচ্চ রান ১৩*। এর মধ্যে
শূন্য আছে তিনটি। একটি ইনিংসে ব্যাট করতে হয়নি।
সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা
সিরিজে যারপরনাই ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। এরআগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও পুরোপুরি ব্যর্থ ছিলেন
মুমিনুল।
একে তো নিজের ব্যাটিং ব্যর্থতা, তারওপর টেস্টে দলের অবস্থাও
তথৈবচ। এমন পরিস্থিতিতে তুমুল সমালোচনার শিকার মুমিনুল হক। নিজের খুব বাজে
অবস্থা কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশের অন্যতম সিনিয়র কোচ নাজমুল আবেদিন
ফাহিমের স্মরণাপন্ন হয়েছেন মুমিনুল।
সাকিব-তামিম-মুশফিকরাও নিজেদের বাজে
সময় কাটিয়ে ওঠার জন্যও ফাহিমের স্মরণাপন্ন হন সব সময়। মুমিনুলও হলেন।
কোচের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক।
মুমিনুলের
অনুশীলন নিয়ে আজ মিরপুরে মিডিয়ার মুখোমুখি হলেন নাজমুল আবেদিন ফাহিম। এ
বিষয়ে তিনি বলেন, ‘মুমিনুল বেশ লম্বা সময় ধরেই একটা ব্যাডপ্যাচের মধ্য দিয়ে
যাচ্ছে। এ সময় অনেকে ভালো করতে গিয়ে আরও খারাপ করে ফেলে। এগুলো করতে করতে
মূল থেকেই সরে যায়। বেসিক নিয়েই একটু কাজ করেছি। আমার মনে হয় একসময় বেসিক
ভালো ছিল, এখন সেটা নেই। সেটা নিয়ে কাজ করেছি। আগের চাইতে দেখতে ভালো
লাগছে। আরও ২-১ দিন কাজ করলে আরও ভালো হবে।’
সাম্প্রতিম সময়ে মুমিনুলের
ব্যাটিং ফর্ম নিয়ে ফাহিম বলেন, ‘বেসিক থেকে বাইরে চলে গেলে এই পর্যায়ে
ব্যাটিং করা খুব কঠিন। এটাই মূল কারণ। তাড়াতাড়ি কেটে গেলে ভালো করবে। দেখে
মনে হচ্ছে বেশ কিছু ঠিক হয়েছে, ব্যাটে-বলে ভালো হচ্ছে। আমার মনে হয় সামনে
অনেক ভালো করবে।’
রান করতে না পারলে যে অধিনায়কত্বের ওপর চাপ পড়ে সেটাও
জানিয়েছেন ফাহিম। তিনি বলেন, ‘ও রান করলে অধিনায়কত্ব নিয়ে এত কিছু বলতাম
না। যেহেতু ভালো করছে না, এটা নিয়ে চাপ হচ্ছে এমন কথা উঠবেই। সেতার
প্রশ্নের উত্তর ওকে দিতে হচ্ছে। একটু চাপ তো থাকবেই।’