ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টুর্নামেন্টসেরা জস বাটলার
Published : Tuesday, 31 May, 2022 at 12:00 AM
রীতিমতো স্বপ্নের এক মৌসুম কাটলো জস বাটলারের। টি-টোয়েন্টিতে যেখানে সেঞ্চুরি পাওয়াই কঠিন, সেখানে এক আসরে এই ব্যাটার করলেন রেকর্ড চার-চারটি সেঞ্চুরি।
স্বভাবতই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ফাইনালে খেলা রাজস্থান রয়্যালসের এই ব্যাটার। ১৭ ম্যাচে ৪টি করে সেঞ্চুরি হাফসেঞ্চুরিসহ ৫৭.৫৩ গড়ে ৮৬৩ রান করেছেন বাটলার। স্ট্রাইরেটটাও ঈর্ষণীয়, ১৪৯.০৫।
এক আসরেই ছক্কা হাঁকিয়েছেন ৪৫টি, চার ৮৩টি। এবারের আসরে তার সমান ছক্কা হাঁকাতে পারেননি আর কোনো ব্যাটার। সেরা ইনিংসটি ১১৬ রানের।
ফলে টুর্নামেন্টসেরার পুরস্কারটিও হাতে উঠেছে বাটলারের। পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন, ‘আজকের দিনটির কথা বাদ দিলে পুরো টুর্নামেন্টেই আমার প্রত্যাশা ছাড়াতে পেরেছি। হার্দিক ও তার দলের বড় অভিনন্দন প্রাপ্য। তারা যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে।’