ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রচারণায় জীবন্ত ঘোড়া জরিমানা ৫০ হাজার
গাড়িতে পোস্টার সাঁটানোয় নৌকার প্রার্থীকে জরিমানা--
Published : Sunday, 29 May, 2022 at 12:00 AM
প্রচারণায় জীবন্ত ঘোড়া জরিমানা ৫০ হাজারতানভীর দিপু: কুমিল্লা সিটি নির্বাচেন প্রচার-প্রচারণায় আচরণ বিধি ভঙ্গের দায়ে জরিমানা গুণতে হয়েছে দুই হেভিওয়েট মেয়র প্রার্থী আওয়ামী লীগের আরফানুল হক রিফাত ও স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে। এর মধ্যে আওয়ামী লীগ প্রার্থী রিফাতকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে পরিবহনে পোস্টা সাঁটানোর অভিযোগে। আর কায়সার জরিমানা গুণেছেন প্রচারণায় জীবন্ত ঘোড়া ব্যবহার করে। শনিবার পৃথক সময়ে এই দুই প্রার্থীকে জরিমানা করা হয়।
জানা গেছে, নগরীর ঢুলিপাড়া এলাকায় নৌকার প্রার্থীর এক সমর্থক তার গাড়িতে নৌকার পোস্টার সাঁটিয়ে প্রচারণা করছিলেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিবহনে পোস্টার সাঁটানোর দায়ে আওয়ামী লীগের প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।
অপরদিকে সকালে কান্দিরপাড় এলাকা থেকে বিশাল মিছিল নিয়ে নির্বাচনী প্রচারণায় নামেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। এসময় তার মিছিলে জীবন্ত ঘোড়া প্রচারণায় ব্যবহার করা হয়। এ অভিযোগে নগরীর চর্থা এলাকায় ওই ঘোড়াটিকে আটক করে প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
দুই প্রার্থীকেই আচরণবিধি লংঘনের দায়ে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা। তিনি জানান, ঘোড়া প্রতীকের প্রার্থী প্রচারনায় জীবন্ত প্রাণী ব্যবহার করায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে টাকা আদায় করা হয়। এছাড়া একটি পরিবহনে নৌকার পোস্টার সাঁটানো থাকায় নৌকার প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে ঘোড়া প্রতীকের মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে নিজ কার্যালয়ে ডেকে পাঠান কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী। এসময় তিনি নিজাম উদ্দিনকে সতর্কভাবে প্রচারণা চালানোর জন্য অনুরোধ করেন। অন্যথায় তার বিরুদ্ধে নির্বাচনী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের ঘোড়া প্রতীকের প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেন, প্রচারণায় ঘোড়া ব্যবহারের বিষয়টি আমি জানতাম না। সমর্থকরা আমাকে না জানিয়েই ঘোড়া নিয়ে আসে।