ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্লেনের ক্রুকে ঘুষি মারায় যে পরিণতি হলো যাত্রীর
Published : Saturday, 28 May, 2022 at 7:15 PM
প্লেনের ক্রুকে ঘুষি মারায় যে পরিণতি হলো যাত্রীরসাউথওয়েস্ট এয়ারলাইনসের এক ক্রুর মুখমণ্ডলে ঘুষি মেরে দাঁত ভেঙে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক নারী। এ অপরাধে দেশটির একটি আদালত তাকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছেন।

মঙ্গলবার সান দিয়েগোতে ফেডারেল বিচারক ভিভিয়ানা কুইনোনেজকে ২০২১ সালের ২৩ মের ঘটনার জন্য ২৬ হাজার ডলার ক্ষতিপূরণ ও সাত হাজার পাঁচশ ডলার জরিমানাও করেন।

এদিকে ২৯ বছর বয়সী ওই নারীকে তিন বছরের জন্য প্লেনে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে তাকে পর্যবেক্ষণসহ কাউন্সিলিং করার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, ফ্লাইটের শেষ অবতরণের সময় ক্রু সদস্য কুইনোনেজকে তার সিট বেল্ট, ট্রে টেবিল ও মাস্কটি সঠিকভাবে রাখতে বলেন।

এরপর কুইনোনেজ তার সেলফোনে ক্রু সদস্যকে রেকর্ড করা শুরু করে ধাক্কা দেন। তারপর উঠে দাঁড়িয়ে মুখে ঘুষি মারেন। অন্য যাত্রীদের হস্তক্ষেপের আগে তার চুল চেপে ধরেন।

যুক্তরাষ্ট্রের এটর্নি র‌্যান্ডি গ্রোসম্যান বলেন, প্লেনের ক্রু সদস্যদের ওপর হামলা কোনোভাবে সহ্য করা হবে না। কারণ তারা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেন।