ব্রাহ্মণপাড়ায় বীর মুুক্তিযোদ্ধা শব্দর আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
Published : Sunday, 22 May, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আলম বাড়ীর মৃত সুন্দর আলীর তৃতীয় ছেলে বীর মুুক্তিযোদ্ধা শব্দর আলী শুক্রবার ভোর ৫ টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহি.....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৫) বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্যা গুণগ্রহী রেখে গেছেন। শুক্রবার বাদ আছর সিদলাই দারুল ইসলাম সিনিয়র ফাযিল মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে মুক্তিযোদ্ধা মরহুম শব্দর আলীকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা ও থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা'র নেতৃত্বে থানা পুলিশের একটি দল। কর্মজীবনে তিনি ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার নামাজে জানাজায় উপস্থিত ছিলেন সিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল ও এলাকার মুসল্লীবৃন্দ।