ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভোরে মায়ের ডাকে জাগল ছেলে, সকালে মিলল ঝুলন্ত লাশ
Published : Thursday, 19 May, 2022 at 2:00 PM
ভোরে মায়ের ডাকে জাগল ছেলে, সকালে মিলল ঝুলন্ত লাশচাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে মোবাইল গেমে আসক্ত জনি গাজী নামে এক কিশোর গাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ পাড়া বগুলা গ্রামের গাজী বাড়ির খাল পাড়ে এ ঘটনা ঘটে। জনি ওই বাড়ির জেলে দেলোয়ার গাজীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য দাদন প্রধানিয়া বলেন, জনির আত্মহত্যার খবর জানতে পেরে ঘটনাস্থলে আসি। লোকজন জানালেন তার সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না। সবার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। তবে সে মোবাইলে গেম খেলত। তার মা বলেছেন মাঝে মাঝে তারা মাথা গরম হয়ে যেত। কি কারণে সে আত্মহত্যা করেছে, এই মুহূর্তে বলতে পারছি না।

প্রতিবেশী শিমুল চোকদার বলেন, সকাল ৭টার দিকে আমার মা বলছেন দেলোয়ার গাজীর ছেলে আত্মহত্যা করেছে। এসে দেখি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায়। তাৎক্ষণিক হাইমচর থানা পুলিশকে বিষয়টি জানাই। পুলিশ এসে ঘটনাস্থল থেকে কিশোরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তিনি আরো বলেন, তার মা আমাকে জানায় রাতে সে বলেছে মা তুমি আমাকে ফজরের নামাজের সময় জাগিয়ে দিও। মা সকালে জনিকে জাগিয়ে দেয়। সে মসজিদে নামাজ পড়তে যায়, আর ফিরে আসে না। কিছুক্ষণ পরে ইউনিয়নের গ্রাম পুলিশ দাদন চোকদারের স্ত্রী খালপাড়ে কাজে গিয়ে দেখেন গাছের মধ্যে জনি ফাঁসি দিয়ে ঝুলন্ত অবস্থায়। পরে তিনি চিৎকার দিলে সব লোকজন এগিয়ে আসে।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে কিশোরের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বাকি বিষয় জানা যাবে। তবে মোবাইল গেমের কারণে আত্মহত্যার বিষয়টি আমাদেরকে কেউ জানায়নি।