Published : Thursday, 19 May, 2022 at 12:00 AM, Update: 19.05.2022 1:05:28 AM

তানভীর
দিপু : কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই আজ ১৯
মে। সকাল সাড়ে ৯টা থেকে নগরীর মোগলটুলীতে জেলা শিল্পকলা একাডেমিতে যাচাই
বাছাই শুরু হবে। রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহেদুন্নবী চৌধুরী বলেন, প্রথমে
মেয়র প্রার্থীদের মনোনয়পত্র যাচাই বাছাই হবে। পরে কাউন্সিলরদের মনোনয়নপত্র
যাচাই করেবেন সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা। যত সময় প্রয়োজন তা নিয়ে
যাচাই বাছাই হবে।
যাচাই বাছাইয়ের সময় প্রার্থী নিজে, তার প্রস্তাবকারী
এবং সমর্থনকারী কিংবা তার প্রতিনিধি উপস্থিত থাকতে হবে বলে নির্বাচন কমিশন
সূত্রে জানা গেছে।
গত ১৭ মে মনোনয়নপ্র জমা দেয়ার শেষ দিনে মোট ১৬৪ জন
প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৬ জন মেয়র প্রার্থী, ১২০ জন সাধারণ
কাউন্সিলর এবং ৩৮ জন সংরক্ষিত কাউন্সিলর। মেয়র পদে মনোনয়নপ্র জমা দিয়েছেন
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত, স্বতন্ত্র প্রার্থী(আওয়ামী
লীগ), মনিরুল হক সাক্কু -স্বতন্ত্র (বিএনপি), মোহাম্মদ নিজাম উদ্দিন
কায়সার- স্বতন্ত্র (বিএনপি), ইসলামী আন্দোলনের মোঃ রাশেদুল ইসলাম,
স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল। জাতীয় পার্টি থেকে একজন
মনোনয়নপত্র সংগ্রহ করলেও তা জমা হয় নি।
এদিকে নির্বাচনকে নিয়ে নির্বাচন
কমিশনের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে তিনজন
নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োজিত রয়েছেন। এছাড়া এক প্লাটুন বিজিবি মোতয়েন
করা হয়েছে। অন্যদিকে নির্বাচনী কার্যক্রম চলাকালীন সময়ে নগরীতে পাঁচ ধাপের
নিরাপত্তা ছাউনি তৈরী হয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়। বিভিন্ন
মোড়ে পুলিশের তল্লাশি চৌকি এবং অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। নগরীর
সীমানায় প্রবেশের সময় সন্দেহভাজন এবং অবৈধ যানবাহন আটক করে জরিমানা আদায়
করা হচ্ছে।
রিটার্নিং কর্মকর্তা রাশেদুন্নবী চৌধুরী জানান, প্রার্থীরা
খুবই সুশৃঙ্খল পরিবেশে মনোয়নপত্র জমা দিয়েছেন। সবাই নির্বাচনী আচরণবিধি
মেনেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোয়নপত্র জমা দেন। এটি খুবই
সন্তোষজনক। আমরা আশা করবো নির্বাচনের পুরো সময় জুড়েই প্রার্থীরা সবাই
সহনশীল আচরণ করবেন এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখবেন।