ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুসিকের কোন ওয়ার্ডে কতোজন প্রার্থী
Published : Wednesday, 18 May, 2022 at 12:00 AM, Update: 18.05.2022 1:17:08 AM
কুসিকের কোন ওয়ার্ডে কতোজন প্রার্থীতানভীর দিপু ||
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২০ জন। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়ন সংগ্রহ করেছেন ৩৮ জন। গতকাল কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। এছাড়া মেয়র পদে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে নগরীর ৫ নং ওয়ার্ডে সৈয়দ রায়হান ও ১০ নং ওয়ার্ডে মঞ্জুর কাদের মনি একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই কাউন্সিলর। এই দুই ওয়ার্ড থেকে আর কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেনি। যাচাই বাছাইয়ে তাদের মনোনয়নপত্র টিকে গেলে বিনা প্রতিদ্বন্ধীতায় বিজয়ী হবেন তারা।
এদিকে নগরীর ১ নম্বর ওয়ার্ডে ৪ জন, ২ নম্বর ওয়ার্ডে ৫ জন, ৩ নম্বর ওয়ার্ডে ৮ জন, ৪ নম্বর ওয়ার্ডে ৫ জন, ৫ নম্বর ওয়ার্ডে ১ জন, ৬ নম্বর ওয়ার্ডে ২ জন, ৭ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৮ নম্বর ওয়ার্ডে ৫ জন, ৯ নম্বর ওয়ার্ডে ৫ জন, ১০ নম্বর ওয়ার্ডে ১ জন, ১১ নম্বর ওয়ার্ডে ৪ জন, ১২ নম্বর ওয়ার্ডে ৩ জন, ১৩ নম্বর ওয়ার্ডে  ৪ জন, ১৪ নম্বর ওয়ার্ডে ৩ জন, ১৫ নম্বর ওয়ার্ডে  ৪ জন, ১৬ নম্বর ওয়ার্ডে  ৪ জন, ১৭ নম্বর ওয়ার্ডে ৬ জন, ১৮ নম্বর ওয়ার্ডে ৩ জন, ১৯ নম্বর ওয়ার্ডে  ৬ জন, ২০ নম্বর ওয়ার্ডে  ৩ জন, ২১ নম্বর ওয়ার্ডে ৬ জন, ২২ নম্বর ওয়ার্ডে ৩ জন, ২৩ নম্বর ওয়ার্ডে ৮ জন, ২৪ নম্বর ওয়ার্ডে  ৬ জন, ২৫ নম্বর ওয়ার্ডে ৬ জন, ২৬ নম্বর ওয়ার্ডে  ৫ জন, ২৭ নম্বর ওয়ার্ডে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে ৬ জন, ২ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৩ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৪ নম্বর ওয়ার্ডে ৫ জন, ৫ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৬ নম্বর ওয়ার্ডে ৩ জন, ৭ নম্বর ওয়ার্ডে  ৪ জন, ৮ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৯ নম্বর ওয়ার্ডে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।   
রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহেদুন্নবী চৌধুরী জানান, প্রত্যেক প্রার্থীই আচরণবিধি মেনে রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কোথাও কোন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরী হয় নি। প্রার্থীদের সকলকে ধন্যবাদ। আশা করি নির্বাচনের দিন পর্যন্ত এমন সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে।