ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ১০ হাজার ইয়াবাসহ কথিত সাংবাদিক আটক
Published : Saturday, 14 May, 2022 at 12:00 AM, Update: 14.05.2022 1:18:41 AM
কুমিল্লায় ১০ হাজার ইয়াবাসহ কথিত সাংবাদিক আটকনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় মোটরসাইকেলের এয়ার ফিল্টারের ভিতর লুকিয়ে ইয়াবা পাচারকালে এক কথিত সাংবাদিককে আটক করেছে র‌্যাব। শুক্রবার (১৩ মে) সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরেড এলাকা থেকে মফিজুল ইসলাম (৩৯) নামের ওই সাংবাদিককে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় ১০ হাজার ৫০ পিয়াবা; জব্দ করা হয় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং তার সাথে থাকা ‘দৈনিক প্রভাতের আলো’ প্রত্রিতার প্রতিনিধি কার্ড।
আটক মফিজুল ইসলাম দিনাজপুর জেলার হাকিমপুর থানার সাধুরিয়া গ্রামের মাখলেছুর রহমানের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত মোটরসাইকেলে করে দিনাজপুর হতে কক্সবাজারে গিয়ে মোটরসাইকেলের এয়ারফিল্টারের ভিতরে লুকিয়ে ইয়াবা পরিবহন করতো বলে জানিয়েছে র‌্যাব।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য সে সাংবাদিকতাকে তার পেশার মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করতো। সে দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে আমাদের কাছে স্বীকার করেছে। এ বিষয়ে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।