রাহ্মণপাড়ায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে অর্থদণ্ড
Published : Saturday, 14 May, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লা ব্রাহ্মনপাড়ায় অসুস্থ গরুর মাংস জবাই করে বিক্রি করার অপরাধে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ডগ্রাপাড়া গ্রামের আব্দুল খালেককে ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। বৃহস্পতিবার বিকালে এই অর্থদন্ড করা হয়। এসময় ২০ কে.জি. গরুর মাংস জব্দ ও ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের ডগ্রাপাড়া গ্রামের আব্দুল খালেক অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার নির্দেশে ভেটেরিনারি সার্জন মাংস পরীক্ষা করে ভক্ষণের অযোগ্য প্রমানিত হওয়ায় গরুর মাংস জব্দ এবং ধ্বংস করা হয়। এসময় গরুর মালিক আব্দুল খালেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।