Published : Saturday, 14 May, 2022 at 12:00 AM, Update: 14.05.2022 1:18:28 AM

মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারীসহ ও বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রাহিমা বেগম (৩২) উপজেলার খুরুইল গ্রামের মৃত গোলাম কিবরিয়ার স্ত্রী, ওয়ারেন্টভুক্ত আসামী সোহাগ মিয়া (২৭) উপজেলার জাহাপুর গ্রামের মৃত শফিকের ছেলে, আব্দুল মালেক (৩৭) উপজেলার বাখরাবাদ গ্রামের মৃত নায়েব আলীর ছেলে ও আবুল হোসেন (৩৫) একই এলাকার ইয়াকুব আলীর ছেলে।
মুরাদনগর থানার ওসি আবুল হাসিম দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, রাহিমা বেগম ঢাকার রামপুরা থানার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও মিরপুর থানার অপর একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সোহাগের বিরুদ্ধে ডাকাতির একটি মামলা, আব্দুল মালেক ও আবুল হোসেন শিশু ও নারী র্নিযাতন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। আবুল হোসেনের বিরুদ্ধে আরো একটি মামলায় ওয়ারেন্ট ছিল। তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।